ক্যাম্পাস

ডাকসুর আচরণবিধি ভেঙে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দিয়েছে ছাত্রদল।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিটি হল শাখার নেতাকর্মীরা অংশ নেবেন।

ডাকসু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ধরনের সেবামূলক কার্যক্রম, উপঢৌকন বিতরণ, আপ্যায়ন বা অর্থ সহায়তা নিষিদ্ধ করেছে ঢাবি প্রশাসন।

গত ২১ আগস্ট প্রধান রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময়ের মধ্যে এমন কার্যক্রম আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

ছাত্রদলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, এটি কোনো সেবামূলক কর্মসূচি নয়। বরং নির্বাচনী প্রচারণায় ক্যাম্পাসে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদ বলেন, “এটা কোনো সেবামূলক কার্যক্রম নয়। নির্বাচনী প্রচারণায় ক্যাম্পাসে যেসব পোস্টার, লিফলেট পড়ে গেছে, আমরা সেগুলো নিজেদের পক্ষ থেকে পরিষ্কার করব।”

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আমাদের কাছে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা সংশ্লিষ্ট গ্রুপকে জানিয়ে দেব, এটি আচরণবিধির আওতায় পড়ে।”