সারা বাংলা

নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে নুরাল পাগ‌লার দরবারে পু‌লি‌শের ওপর হামলার মামলায় পাঁচ জন‌কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রা‌কিবুল ইসলাম। এর আগে শ‌নিবার রা‌তে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হ‌লো-‌ গোয়ালন্দ উপ‌জেলার বা‌লিয়াডা‌ঙ্গি গ্রা‌মের লাল মিয়ার ছেলে হিরু মৃধা (৪০), দেওয়ান পাড়া গ্রামের জহির উদ্দীনের ছেলে এনামুল হক জ‌নি (৩২), কা‌জিপাড়া গ্রামের আরিফ কা‌জির ছেলে অপু কা‌জি (২৫), দেওয়ানপাড়া গ্রামের আফজাল সরদারের ছেলে মো. শা‌ফিন সরদার (১৯) ও দ‌ক্ষি‌ণ উজানচর গ্রামের আক্কাস মৃধার ছেলে মাসুদ মৃধা।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, “পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হলে গতকাল রাতে অভিযান চালিয়ে পাঁচ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ বিজ্ঞ আদালত সোপর্দ করা হবে।”

এর আগে শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।