ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৭ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে লেনদেন ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ।
এদিকে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৬১ পয়েন্ট কমে ১ হাজার ২২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৩৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৪৮টি কোম্পানির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।
এদিন ডিএসইতে মোট ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১০.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৬০ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২২.৭৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭২৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.২৩ পয়েন্ট বেড়ে ৯৯৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬১.০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৪৩টি কোম্পানির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত আছে ২৬টির।
সিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।