ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়া প্রেমে জড়িত থাকার অপবাদ দিয়ে গলায় জুতার মালা পরিয়ে ও মাথার চুল কেটে এক নারীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের হারুনের হাট সংলগ্ন পূর্ব পাশে এসাহাক মোড় নামক স্থানে তাকে নির্যাতন করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সমাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।
ভুক্তভোগীর ছেলে জানান, তার বাবা চট্টগ্রামে থাকেন। তারা বড়মানিকা ইউনিয়নের বউ বাজারের বেড়ীর মাথায় অন্য একজনের জমিতে প্রায় ১০ বছর ধরে বসবাস করছেন। গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হুমায়ুন কবিরের নেতৃত্বে তাদের ঘরে হামলা হয়। হামলাকারীরা তার মাকে স্থানীয় ক্লাব ঘরে আটকে রাখেন। রবিবার সকাল ১০টার দিকে মিথ্যা অপবাদ দিয়ে মায়ের চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে দেন কবির।
তিনি জানান, জায়গাটি দখল নিতে একটি গ্রুপ পরিকল্পিতভাবে তার মার নামে মিথ্যা অপবাদ দিয়ে উচ্ছেদের জন্য ঘটনাটি ঘটিয়েছে। এর আগেও তারা উচ্ছেদের চেষ্টা করে।
অভিযুক্ত হুমায়ুন কবির বলেন, “ওই নারী বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। কয়েক মাস আগেও তিনি হাতেনাতে ধরা পড়েছিলেন। এবার বিচার করেছি, চুল কেটে জুতার মালা দিয়েছি।”
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিদ্দিকুর রহমান জনান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণসহ অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”