আন্তর্জাতিক

ইসরায়েলে বন্দুক হামলায় নিহত ৫, আহত ১৫

ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। 

স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)। খবর টাইমস অব ইসরায়েলের।

এমডিএ জানিয়েছে, ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করে। পরে হামলায় জড়িত দুইজনকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরনোর পথ বন্ধ করে দেয়া হয়েছে।

জেরুজালেমের উত্তর প্রবেশপথের একটি প্রধান মোড়ে, পূর্ব জেরুজালেমে অবস্থিত ইহুদি বসতিতে যাওয়ার পথে গুলি চালানোর ঘটনাটি ঘটে।

এমডিএ প্যারামেডিক নাদাভ তাইব বলেন, “আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। আমরা যখন পৌঁছাই, তখন আমরা রাস্তায়, রাস্তার পাশে এবং বাস স্টপের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখেছি। প্রচুর ধ্বংসযজ্ঞ, মেঝেতে ভাঙা কাঁচ ছিল। আমরা আহতদের চিকিৎসা প্রদান শুরু করেছি এবং বর্তমানে আমরা আহতদের চিকিৎসা এবং হাসপাতালে স্থানান্তর অব্যাহত রেখেছি।”

পুলিশ জানিয়েছে, জেরুজালেমের রামোট জংশনে ভয়াবহ গুলি চালানো দুই সন্ত্রাসীকে ঘটনাস্থলে উপস্থিত একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তি পাল্টা গুলি চালিয়ে হত্যা করেছে। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এক বিবৃতিতে পুলিশ আরো জানিয়েছে, ডেপুটি পুলিশ প্রধান আভশালোম পেলেদ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছেন। সম্ভাব্য বিস্ফোরক পরীক্ষা করার জন্য পুলিশ স্যাপাররাও ঘটনাস্থলে কাজ করছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে জেরুজালেমের রামোট জংশনে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে ‘পরিস্থিতি মূল্যায়ন’ করছেন।