সারা বাংলা

‘চোরাকারবারি ভেবে’ আটক ভারতীয়কে ছেড়ে দেওয়া হলো

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে কৃষ্ণ কান্ত বর্মণ (৬০) নামে এক ভারতীয় নাগরিককে উদ্ধারের পর বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। কৃষ্ণ কান্ত বর্মণ ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি উপজেলার গোল্লাহাটি মিরাপাড়া গ্রামের মৃত বিষাদু বর্মণের ছেলে।

বিজিবি জানায়, সকালে হাতীবান্ধা উপজেলার ৮৯৮ পিলারের গেন্দুকুড়ি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কাজ করছিলেন কৃষ্ণ কান্ত বর্মণ। এ সময় চোরাকারবারি ভেবে তাকে আটকে রাখেন কয়েকজন বাংলাদেশি।

খবর পেয়ে বিকেলে বিজিবি ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বলেন, ‘‘আটক ভারতীয় স্বীকার করেছেন, ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। তাকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।’’