ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-ভাঙ্গা-খুলনা এবং ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। ফলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শত শত মানুষ ভাঙ্গা উপজেলার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। তারা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে শুরু করেন। এই দুই মহাসড়কে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।
আন্দোলনকারীরা তাদের মূল দাবি তুলে ধরে বলেছেন, ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা দুইটি ইউনিয়ন যেন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনা হয়। তা না হলে ভাঙ্গা উপজেলাকে নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসনটি পুনরায় চালু করতে হবে। তাদের দাবি পূরণ না হওয়া অবরোধ কর্মসূচি চলবে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড ও হামিরদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়া, ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। ফলে মহাসড়কের সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”