আন্তর্জাতিক

জনতার হাতে মার খেলেন নেপালের অর্থমন্ত্রী

অগ্নিগর্ভ নেপালে এবার উত্তেজিত জনতার হাতে মার খেলেন দেশটির অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল। মঙ্গলবার দুপুরে এক দল বিক্ষুব্ধ জনতা মাঝরাস্তায় তাড়া করে তাকে বেধড়ক প্রহার করেন। 

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে সোমবার বিক্ষোভ চলাকালীন ১৯ জন নিহত হয়। এর জেরে মঙ্গলবার বিক্ষোভ আরো তীব্র হলে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাড়ি ও প্রেসিডেন্টের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক দল উত্তেজিত জনতা রাস্তায় এক ব্যক্তিকে তাড়া করছেন। যাকে তাড়া করে মারধর করা হচ্ছে, তার মুখ ভিডিওতে স্পষ্ট নয়। তবে নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ওই ব্যক্তি নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু। 

২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অর্থমন্ত্রী বিষ্ণু দৌঁড়ে পালাচ্ছেন। পিছনে ধাওয়া করেছে এক দল সাধারণ মানুষ। তিনি দৌঁড়ে পালানোর সময়েই সামনে থেকে এক ব্যক্তি ছুটে এসে তার কোমর বরাবর লাথি মারেন। সজোরে ওই লাথির আঘাতে ছিটকে পড়েন অর্থমন্ত্রী। রাস্তার পাশের একটি বাড়ির পাঁচিলে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। কোনো ক্রমে উঠে আবার পালানোর চেষ্টা করেন। ভিডিওটি এখানে এসে শেষ হয়ে যায়।