সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে সালিশে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সালিশ চলাকালীন দুপক্ষের সংঘর্ষে কার্তিক চন্দ্র রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক। এর আগে, সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত কার্তিক উপজেলার নারায়ণপুর গ্রামের খোনা রামের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার হরি কৃষ্ণ, গালিম ও তপন।

ওসি আরশেদুল হক বলেন, ‘‘সম্প্রতি ওই এলাকায় একটি পানির পাম্প চুরি হয়। পরে সেটি উদ্ধার করা হলেও চুরির অভিযোগ উঠে কার্তিক রায়ের ছেলের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে সালিশ বসানো হলে সেখানে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় হাসুয়া দিয়ে কার্তিক রায়ের হাত-পা, মাথা, বুক ও গলায় এলোপাথাড়ি কোপানো হয়। এতে তার গলার রগ কেটে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’’