ক্যাম্পাস

ডাকসু: শা‌রীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রে ভোট পড়েছে ৮৩.১৯ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আটটি কেন্দ্রের মধ্যে শা‌রীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। এ কেন্দ্রে প্রায় ৮৩.১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শা‌রীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক এ কথা জানান।

শা‌রীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক ব‌লেন, “ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শারী‌রিক শিক্ষা কেন্দ্রে তিন‌টি বু‌থ রয়েছে। এর ম‌ধ্যে জগন্নাথ হলে মোট ভোটার সংখ‌্যা ২ হাজার ২২২ জন। ভোট কাস্ট হ‌য়ে‌ছে ১ হাজার ৮৩১‌টি এবং অনুপ‌স্থিত ছি‌লেন ৩৯১ জন। শতকরা হিসেবে কাস্টিং ভোটের হার ৮৩ শতাংশ।”

তিনি বলেন, “সা‌র্জেন্ট জহুরুল হক হলের মোট ভোটার সংখ‌্যা ১ হাজার ৯৬৩ জন। এর মধ্যে কাস্ট হ‌য়ে‌ছে ১ হাজার ৬৬০টি এবং অনুপ‌স্থিত ছি‌লেন ৩০৩ জন। শতকরা হিসেবে কাস্টিং ভোটের হার ৮৪ দশ‌মিক ৪৬ শতাংশ।

“স‌্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলের মোট ভোটার সংখ‌্যা ৬৬৯ জন। এর মধ্যে কাস্ট হ‌য়ে‌ছে ৫৫৩টি এবং অনুপ‌স্থিত ছি‌লেন ১১৬ জন্য। শতকরা হিসেবে কাস্টিং ভোটের হার ৮২ দশ‌মিক ৮৩ শতাংশ,” যুক্ত করেন ড. গাউসুল হক।

ড. গাউসুল হক বলেন, “সব‌মি‌লে শারী‌রিক শিক্ষা কেন্দ্রে তিন হ‌লের মোট ভোট সংখ‌্যা ৪ হাজার ৮৬১টি।এর ম‌ধ্যে মোট ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হ‌য়ে‌ছে, যা শতকরা হিসেবে ৮৩.১৯ শতাংশ।”