সারা বাংলা

নিখোঁজের ৮ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে নিখোঁজের ৮ দিন পর আবু বক্কর (৩৭) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকার বোষ্টুমধার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবু বক্কর কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। এর আগে, গত ১ সেপ্টেম্বর রাতে অটো নিয়ে বের হয়ে নিখোঁজ হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের পরদিন ঘোগা বটতলা এলাকার রাস্তার পাশ থেকে আবু বক্করের অটো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে, ওই দিন অটোরিকশার সঙ্গে ব্যাটারি পায়নি পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা পুকুরে পচা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবু বক্করের মরদেহ উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দিন বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোর ব্যাটারি চুরি করতে আবু বক্করকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’’