ক্যাম্পাস

ডাকসু নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা যায় না: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কিছু অব‍্যবস্থাপনা থাকলেও বড় কোনো অসঙ্গতি ছিল না, সেদিক থেকে নির্বাচনকে অগ্রহণযোগ্য বলা যায় না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন পর্যবেক্ষণ শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এসব তথ্য জানায়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা বলেন, “এতসংখ্যক ভোটার সামলানোর যথেষ্ট প্রস্তুতি কর্তৃপক্ষের ছিল না। তবে, ভাগ্য ভালো চারটা পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা তৈরি হয়নি”।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আরেক সদস্য অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, “আমরা ছোট ছোট কিছু অসঙ্গতি বা ব্যবস্থাপনার যে ভুলগুলো, এ বাদে আমরা মনে করিনি যে বড় কোনো ধরনের অসঙ্গতি ছিল এবং নির্বাচন গ্রহণযোগ্য না, এটা আমাদের কখনো মনে হয়নি।”

সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সারাদিন শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবার ডাকসুতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে রয়েছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

এই বছর ডাকসু নির্বাচনে মোট ১৮ হাজার ৯৫৯ জন নারী ভোটার রয়েছেন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে আবাসিক ও অনাবাসিক নারী শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসবের আমেজ।