এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে ১৮৯ রানের বড় টার্গেট ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে সেদিকুল্লাহ অটল ও আজমতউল্লাহ ওমরজাইর ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮৮ রান তোলে।
উদ্বোধনী ব্যাটসম্যান অটল শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫২ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন। আর আজমতউল্লাহ ২১ বলে ২টি চার ও ৫ ছক্কায় করেন ৫৩ রান। এছাড়া মোহাম্মদ নবী ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন।
বল হাতে কিঞ্চিৎ শাহ ৩ ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন। আইয়ুশ শুক্লা ৪ ওভারে ৫৪ রানে নেন ২টি উইকেট। আর ১টি করে উইকেট নেন আতিক ইকবাল ও ইশান খান।