সারা বাংলা

সোনারগাঁয়ে মহাসড়কে ১০০০ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এক হাজারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা রহমানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি, কাঁচপুর অঞ্চল) ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. শাহ আলম এবং সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা। 

উচ্ছেদ অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, “মহাসড়ক যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ অভিযানে কমপক্ষে এক হাজারটি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।’’  

তিনি আরো বলেন, ‘‘মহাসড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’’ 

এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।