স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন জানান, মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি এবং বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ। তিনি লেরিক্সাকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্রেটের মালিক।