সারা বাংলা

গাংনীতে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার 

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরী একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-১২।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে গাংনী উপজেলার হিজলবাড়ী বটতলার মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ী বটতলার মাঠ নামক স্থানে একটি অস্ত্র লুকায়িত আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রঙের শপিং ব্যাগের মধ্যে লাল কাপড়ে জড়ানো দেশীয় প্রযুক্তিতে লোহার তৈরী একটি অবৈধ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

র‌্যাব আরো জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।