সারা বাংলা

শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এক সপ্তাহ আগে ৪০ টাকার একটি ব্যাটারি নিয়ে শিশুদের মধ্যে মারামারি হয়। এ নিয়ে উত্তরহাটির মাসুক চৌধুরী ও বড়হাটির লিটন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রাম্য মাতব্বররা সালিশের মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা করেন। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত এক নারীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘‘শিশুদের ঝগড়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তবে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’