বগুড়ায় নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে সিয়াম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের দ্বিতীয় বাইপাস কালিবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের উলিপুর দক্ষিণপাড়া এলাকার সৌদি প্রবাসী মান্নান প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন সিয়ামের বাবা। এরপরই নতুন একটি মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করেন সিয়াম। তবে, রাজি হননি মান্নান প্রামাণিক। এতে অভিমান করে ১৫-২০ দিন বাড়ির বাইরে ছিলেন সিয়াম। পরে তাকে নতুন একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন সিয়াম। কালিবালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।’’