কুড়িগ্রাম সদর উপজেলায় দুধকুমার নদের পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদে পড়ে আয়েশা বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আয়েশা বেওয়া একই ইউনিয়নের মৃত জবু উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, আয়েশা বেওয়া দুধকুমার নদের পাড় দিয়ে হেটে আত্মীয় বাড়ি যাওয়ার সময় নদে পড়ে যান। স্থানীয়রা বিষয়টি দেখে তাৎক্ষণিক নদে নেমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, ‘‘স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদে তল্লাশি চালিয়েও ওই বৃদ্ধার সন্ধান পায়নি। রাত হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।’’