আইন ও অপরাধ

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনার সুজানগর পৌর যুবলীগ সভাপতি মো. জুয়েল রানা (৩৫), চট্টগ্রাম মহানগরের এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগ কর্মী আল নোমান সাইফ (২৯), চট্টগ্রাম জেলা যুবলীগ কর্মী মো. জুলহাস (২৬), ছাত্রলীগ কর্মী ইমন হোসেন খান মানিক (২৫), আওয়ামী লীগ কর্মী মো. সাগর হোসেন (২৭) ও আওয়ামী লীগ কর্মী মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর হার্ট ফাউন্ডেশনের সামনে অবস্থানকালে পুলিশ গোপন সংবাদ পায় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সদস্য পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর গেটের সামনে মুখে মাস্ক পরে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন এবং নাশকতার পরিকল্পনা করছেন। খবর পেয়ে বিকেল পৌনে ৩টায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। তবে এ সময় আরো ৩০-৪০ জন পালিয়ে যান। ঘটনার পর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।