সারা বাংলা

পুরাতন সংবিধান দেশের মানুষকে মুক্তি দিতে পারেনি: আখতার 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “বাংলাদেশের পুরনো যে সংবিধান, সেখানে শ্রমিকদের অধিকার, জানতার অধিকার নিশ্চিত করা হয়নি৷ এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারেনি৷ আমরা বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাচ্ছি, অবশ্যই শ্রমিকদের অধিকারের কথা ও জনতার অধিকারের কথা থাকে, এমন একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে৷ বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকদের কথা এই সংবিধানে পরিষ্কারভাবে সুরক্ষিত করতে হবে৷”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। 

আখতার হোসেন বলেন, “চব্বিশের অভ্যুথানের পরেও শ্রমিকের অধিকার নিশ্চিত করা যায়নি। শ্রম সুপারিশ কমিটি গঠন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি৷ শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। আমাদের শ্রমিকরা যে শ্রম দেয়, সেই শ্রমে সরকার চলে, দেশ এগিয়ে যায়৷ কিন্তু, এখন পর্যন্ত শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা হয় না৷ শ্রমিকরা ন্যায্য মূল্য পায় না৷ শ্রমিকরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু অফিস-আদালতে ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকরা বঞ্চিত থেকেছে সব সময়। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে, শ্রমিকদের মর্যাদা দিতে হবে৷” 

এনসিপির গাজীপুর জেলা মহানগর শ্রমিক উইংয়ের আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, রিয়াজ মোর্শেদ, বশির আহম্মেদ, শ্রমিকনেতা আরমান হোসেনসহ এনসিপির কেন্দ্রীয় কমিটি ও শ্রমিক উইংয়ের শীর্ষ নেতারা।