ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় ঠিকাদারের বালু ভর্তি ট্রাক লুট করে সড়ক সংস্কার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী ঠিকাদার মোহাম্মদ আবদুল কাদের দাগনভূঞা থানায় মামলা করেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “ভুক্তভোগী মামলা করেছেন। গ্রেপ্তার মো. আব্দুল করিমকে (২৫) আদালতে পাঠানো হয়েছে।”
মামলার আসামিরা হলেন- দাগনভূঞা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের মো. আব্দুল করিম (২৫), সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের মো. মাসুদ ইকবাল শামীম (২৯) ও দাগনভূঞা মাতুভূঞা গ্রামের অনিক (২৩)।
এজাহারে বলা হয়, দরপত্রের মাধ্যমে কাজ পেয়ে ঠিকাদার আব্দুল কাদের দাগনভূঞা পৌর এলাকার গ্রামীণ টাওয়ার ও বাঁশতলা এলাকায় সড়ক নির্মাণকাজ শুরু করেন। গত শুক্রবার মধ্যরাতে তার একটি ড্রাম ট্রাক বালু নিয়ে আতাতুর্ক স্কুল মার্কেট এলাকায় পৌঁছায়। আসামি মাসুদ ইকবাল শামীম ট্রাকটি থামিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি ট্রাকটি গ্রামীণ টাওয়ার এলাকায় নিয়ে যান। সেখানে অন্য আসামিরা গিয়ে বালু ফেলার কাজে বাধা দেন। একপর্যায়ে ট্রাকটি দাগনভূঞা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়া বাজার এলাকার অজ্ঞাত স্থানে পার্ক করতে বাধ্য করেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বেতুয়া নামার বাজার সড়কের আবু হানিফের বাড়ির সামনে থেকে ট্রাকটি উদ্ধার ও আসামি করিমকে গ্রেপ্তার করে।