জাতীয়

বিকেলের মধ্যে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক ও  রেলপথ অবরোধ বিকেলের মধ্যে তুলে না নিলে আইন প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দু‌টি ইউনিয়‌নের সমস‌্যার ‌জন‌্য লাখ লাখ মানুষ‌কে জি‌ম্মি ক‌রা বরদাশত করা হ‌বে না, বরং আজ বিকা‌লের ম‌ধ্যে সমাধান না হ‌লে আইন প্রয়োগ ক‌রে রাস্তা ক্লিয়ার করা হ‌বে বলে জানান তিনি। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপু‌রে স‌চিবাল‌য়ে স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সভাক‌ক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর ক‌মি‌টির সভা শে‌ষে সাংবাদিক‌দের তি‌নি একথা ব‌লেন।

অব‌রোধকারী‌দের হুঁশিয়ারি দি‌য়ে উপ‌দেষ্টা ব‌লেন, “ফ‌রিদপুরে  দু‌টিকে আগের সংসদীয় আসন থে‌কে অন‌্য সংসদীয় আস‌নে ম‌নে হয় দি‌য়ে দি‌ছে। এটার স‌ঙ্গে আমা‌দের কো‌নো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ ইলেকশন ক‌মিশ‌নের। এটা ইসি কর‌ছে, তারা যু‌ক্তি তর্ক শু‌নেছে, তারাই ব‌সে এটা নির্ধারণ কর‌ছে। এখন এই নির্ধারণটা নি‌য়ে এলাকার লোকজ‌নের ম‌ধ্যে ক্ষোভ আছে। তা‌দের ‌ক্ষোভ থাক‌লে তারা প্রপার চ‌্যা‌নে‌লে জানা‌বে, কিন্তু এটা রাস্তায় নি‌য়ে আসা কো‌নোভা‌বেই যু‌ক্তিযুক্ত হ‌বে না।”

এটার জন‌্য জনগ‌ণের ভোগা‌ন্তি হ‌চ্ছে উল্লেখ করে তিনি বলেন, “দুই ইউনিয়‌নে কত মানুষ, কত ‌ভোটার অথচ দু‌টি ইউনিয়‌নে সমস‌্যার জন‌্য লাখ লাখ মানুষ‌কে জিম্মি ক‌রে রে‌খে‌ছেন। এটা কো‌নোভা‌বে বরদাশত করা হ‌বে না। আজ‌কে বিকেলের ম‌ধ্যে তারা য‌দি সমাধান না ক‌রে তাহ‌লে আমরা আইন প্রয়োগ করার মাধ‌্যা‌মে রাস্তা ক্লিয়ার কর‌বো। রাস্তা ব্লক করার অধিকার কারও নাই। দা‌বি দাওয়া থাক‌লে প্রপার চ‌্যা‌নে‌লে জানা‌নো যা‌বে, এজন‌্য রাস্তা ব্লক ক‌রে মানুষ‌কে ভোগা‌ন্তি দি‌য়ে, এটা কখনও গ্রহণ‌যোগ‌্য নয়।”

বৈঠ‌কের আলোচ্য বিষয় তু‌লে ধ‌রে জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, “আজ‌কে কোর ক‌মি‌টির মি‌টিং হ‌য়ে‌ছে। এতে দে‌শের সা‌র্বিক আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। দুএক‌টি নির্বাচন হ‌য়ে‌ছে এসব নি‌য়ে অল্প আলোচনা হ‌য়ে‌ছে। পু‌লি‌শের ট্রেনিং, আসন্ন সংসদ নির্বাচ‌নের প্রস্তুতি, ছিনতাই, চু‌রি, ডাকা‌তি নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে।”

তিনি আরো জানান, সভায় মাদক নিয়ন্ত্রণ নি‌য়ে বি‌শেষ ক‌রে মিয়ানমার সীমা‌ন্তে মাদক ও জে‌লে‌দে‌র মাছ ধরার সমস‌্যা নি‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। লুট হওয়া অস্ত্র কীভা‌বে আনা যায় এটা নি‌য়ে আলোচনা হয়েছে। মেইন‌লি আলোচনা হ‌য়ে‌ছে পূজার আইনশৃঙ্খলা ও সা‌র্বিক নিরাপত্তা নি‌য়ে। কারা সংস্কার ও ফ‌রিদপু‌রে দু‌টি ইউনিয়নের সমস‌্যা নি‌য়ে বে‌শি আলোচনা হ‌য়ে‌ছে।