বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সঙ্গে ঋণ চুক্তি করেছে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (এফভিসিআইপি) জন্য অলিম্পিক ইন্ডাস্ট্রিজকে ৫০ কোটি টাকা ঋণ দেবে দেশের অবকাঠামো অর্থায়ন প্রতিষ্ঠান বিআইএফএফএল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তথ্য মতে, কোম্পানিটি জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের আমিন কোর্ট ভবনের ষষ্ঠ তলায় ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ওলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং বিএফএফএল-এর মধ্যে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বিআইএফএফএল থেকে ৫০ কোটি টাকা ঋণ নেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। ওই অর্থ দিয়ে নারায়ণগঞ্জে স্থাপিত ইউনিট ১ ও ২ এর সম্প্রসারণ করা হবে। বিআইএফএফএল জাপানের জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান।
কোম্পানিটি আরো জানিয়েছে, এই অর্থায়নের মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি সংযোজন এবং মানোন্নয়নের মাধ্যমে ভোক্তাদের চাহিদা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।