সারা বাংলা

বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মা ও মেয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টম্বর) রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, “সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় ভান্ডারি ফ্যাক্টরির সামনে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত অবস্থায় আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আরাতকে মৃত ঘোষণা করেন।”

ওসি আরো বলেন, “ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”