সারা বাংলা

শ্রীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রাম থেকে সিফাত ইসলাম (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার নিজ বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

মারা যাওয়া সিফাত একই গ্রামের বাদল মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে সিফাতের স্ত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা দৌঁড়ে গিয়ে দেখতে পান, টিনশেড ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন সিফাত।

নিহতের স্ত্রী আঞ্জুমান আক্তার জানান, রাতে সিফাতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর তিনি দেখতে পান, তার স্বামী ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। চিৎকার দিলে পরিবারের লোকজন ও আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার এসআই সাখাওয়াত হোসেন সাদ্দাম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”