সারা বাংলা

মাদারীপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাদারীপুরে মো. জামাল মুন্সি (৫০) নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি ঘরের পিছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জামাল মুন্সি একই ইউনিয়নের হরিদাসদী গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। কালীবাড়ি বাজারে তার সিঙ্গারা-পুরির দোকান আছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দোকান বন্ধ করেন জামাল। পরে কালীবাড়ি বাজার থেকে নিজ বাড়ি হরিদাসদীর উদ্দেশে রওনা করেন তিনি। কিন্তু, রাতে আর বাড়িতে ফিরেননি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কালীবাড়ি এলাকায় টেকেরহাট-কালীবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ঘরের পিছনে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ সময় রাজৈর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, জামাল মুন্সির মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারণ, এর আগেও তিনি ব্রেইন স্ট্রোক করেছিলেন এবং চিকিৎসার জন্য সরকারি অনুদানের টাকাও পেয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।