এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। রশিদ খান জানিয়েছেন টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।
বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। প্লেয়িং ইলেভেনে এসেছেন তাসকিন আহমেদ, সাইফ হাসান, নাসুম আহমেদ ও কাজী নুরুল হাসান সোহান। বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মাহেদী হাসান ও পারভেজ হোসেন ইমন।
আফগানিস্তান তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। টসের পর অধিনায়ক রশিদ খান বলেছেন, “আমি আসলে প্রথমে ব্যাট করতে চাইতাম। তবে টি-টোয়েন্টিতে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ছেলেরা টানা তিন দিনের বিশ্রামের পর দারুণ একটা প্র্যাকটিস সেশন করেছে। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো বোলিং, বিশেষ করে স্পিন আক্রমণ। পুরো ইউনিট হিসেবেই আমাদের ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে। আমার শরীর একদম ভালো আছে, খেলাটা উপভোগ করার অপেক্ষায় আছি। আমরা একই একাদশে খেলছি, যারা হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল।”
লিটন দাস বলেছেন, “আমরা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পুরো দল ভীষণ উচ্ছ্বসিত, কারণ এটা আমাদের জন্য জিততেই হবে এমন ম্যাচ। উইকেটটা কিছুটা ধীর মনে হচ্ছে, তবে ব্যাটিংয়ের জন্য ভালোই। আমার মনে হয় ১৬০ রান যথেষ্ট হবে প্রতিপক্ষের জন্য। শেষ ম্যাচ নিয়ে আর ভাবছি না। সাম্প্রতিক সময়ে আমাদের ফর্মও ভালো। দলীয় পরিবেশও দারুণ ইতিবাচক। আজ আমরা দলে চারটি পরিবর্তন এনেছি, তাসকিন ফিরেছে একাদশে। আমরা নামছি তিনজন স্পিনার আর দুইজন পেসার নিয়ে।”
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আটল, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাইব, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ, এ. এম. গজনফর ও ফজলহক ফারুকি।