জাতীয়

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রাণিসম্পদ অধিদপ্তরের চিক টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. গোলাম রব্বানীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

গোলাম রব্বানী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) চিক টেকনিক্যাল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।

তবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোলাম রব্বানীর বিরুদ্ধে দুর্নীতি, শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আরো তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।