টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান এলাকার মৃত খবির মিয়া ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। সল্লা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।