সারা বাংলা

দিনাজপুরে টাকা চুরিকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

দিনাজপুরের বিরামপুরে টাকা চুরিকে কেন্দ্র করে সাজেদুল ইসলাম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের জোলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদুল ইসলাম ওই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। তিনি মৌসুমী ফল ব্যবসায়ী ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক পিটিয়ে হত্যার তথ্য জানিয়েছেন।  

ওসি মমতাজুল হক বলেন, ‘‘টাকা চুরির ঘটনা কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুইজন বর্তমানে পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে একই গ্রামের রায়হান কবির (২২) সাজেদুলের কাছে টাকা ধার চান। কিন্তু সাজেদুল টাকা দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর সাজেদুলের বাড়িতে রাখা ৬ হাজার টাকা হারিয়ে যায়। এ ঘটনায় সন্দেহ করে রায়হানকে জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। 

এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রায়হান তার চাচাত ভাই নুরুন্নবী ইসলামকে ডেকে আনেন। পরে দু্ইজন লাঠি দিয়ে সাজেদুলকে পেটান। এতে সাজেদুল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাজেদুলকে রক্ষা করতে আসলে তার মাকেও মারধর করা হয়। 

স্থানীয়রা সাজেদুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। নেওয়ার পথে ফুলবাড়ী এলাকায় সাজেদুলের মৃত্যু হয়।