মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব টেলিভিশন চ্যানেল তার বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রচার করে সেগুলোর লাইসেন্স বাতিল করা উচিত। বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।
রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক এবিসি দেশটির জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের ‘লেট নাইট শো’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে জিমিকে চ্যানেলটি থেকে বরখাস্ত করা হয়েছে। অবশ্য শুক্রবার এবিসি চ্যানেল জিমিকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে।
ট্রাম্প দাবি করেছেন, মার্কিন টেলিভিশন নেটওয়ার্কগুলোর ৯৭ শতাংশই তার বিরুদ্ধে। তবে তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি বা এই উপসংহারটি কীভাবে মূল্যায়ন করা হয়েছে তার বিশদ বিবরণ দেননি। তিনি জানিয়েছেন, ‘কোথাও’ এই পরিসংখ্যানটি তিনি দেখেছেন।
ট্রাম্প বলেছেন, “আবারো ৯৭ শতাংশ নেতিবাচক, তবুও আমি সহজেই জিতেছি। আমি সাতটি সুইং স্টেটে জিতেছি। তারা আমাকে কেবল খারাপ সংবাদ প্রচার করে। আমি বলতে চাইছি, তারা লাইসেন্স পাচ্ছে। আমি মনে করি সম্ভবত তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত।”
এদিকে, ট্রাম্পের সমালোচনা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “নিয়মিতভাবে মিডিয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে নিয়ন্ত্রক ব্যবস্থার হুমকি দিয়ে, পছন্দের নয় এমন সাংবাদিক ও ভাষ্যকারদের মুখ বন্ধ করে বা বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন বাতিল করার সংস্কৃতিকে নতুন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে।”