শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির পক্ষ থেকে নাটোরের প্রতিটি ওয়ার্ড ও মহল্লার পূজামণ্ডপে পাহারা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘‘পাশাপাশি প্রতিটি মণ্ডপে হেল্প লাইন নম্বর সরবরাহ করা হবে, যাতে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সমাধান করা যায়।’’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাটোরের আলাইপুরে বিএনপির কার্যালয়ে পৌর পূজা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
দুলু বলেন, “আমার কোনো হিন্দু ভাইয়ের শরীরের একটি লোমও যদি নড়ে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা তা প্রতিহত করব।”
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
তিনি আরো বলেন, “নাটোরের উপর দিয়ে গ্যাস লাইন চলে গেছে, অথচ নাটোরের মানুষ গ্যাস সুবিধা পায় না। আমি যদি এমপি থাকতাম তবে লাইন কেটে হলেও গ্যাস নিয়ে আসতাম। ক্ষমতায় গেলে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া হবে।”
সভায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিমসহ জেলা বিএনপি ও পূজা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।