রাজনীতি

বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ নির্বাচনের পরামর্শ মঞ্জুর

ফেব্রুয়ারিতে নির্বাচনী অনিশ্চয়তা দুর করতে বিএনপি ও জামায়াতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিয়ে‌ছেন আমার বাংলা‌দেশ পা‌র্টির পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ‌তি‌নি এ কথা ব‌লেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “সবার মনে শঙ্কা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা? জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে।”

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, “মাত্র ৭ বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই মার্কা নিয়ে নির্বাচন করেছে। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয় দল একজোট-এক মার্কা নিয়ে নির্বাচন করলে সমস্যা কোথায়!”

তিনি বলেন, “আমি মনে করি এর ফলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না।”

মঞ্জু বলেন, “গণহত্যার সুনির্দিষ্ট দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে। যারা এই জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাদের প্রাসঙ্গিকভাবে বিচারের আওতায় আনা উচিত-বিশেষত যারা ক্ষমতায় থেকে দেশের গণতান্ত্রিক অধিকার হরণে ভূমিকা রেখেছে।”

“রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানান-নিজস্ব দলীয় স্লোগানগুলো আপাতত স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দিতে হবে, যেমন আমরা জুলাইয়ে করেছিলাম। রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে কাজ করে, তাহলে শ্রমিকদের জন্য বিষয়ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা সহজ হবে। শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে; তাই শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

সম্মেলনে শ্রমিক বিষয়ক সহ সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আব্দুল হালিম নান্নু, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সীসহ অন্যান্য নেতাকর্মীরা।