নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকায় বোনের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইসরাত জাহান রুবাইয়া নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বাড়ির পাশের বিলে এ ঘটনা ঘটে।
ইসরাত জাহান পৌরসভার দৈলেরবাগ গ্রামের আক্তার হোসেনের মেয়ে। সে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ইসরাত জাহান তার বড় বোন ইভার সঙ্গে বিলের পানিতে সাঁতার শিখতে যায়। সাঁতার শেখার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বিকেল পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ‘‘পানিতে ডুবে এক শিক্ষার্থী মারা গেছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।’’