অর্থনীতি

শেয়ার কিনেছেন বে লিজিংয়ের উদ্যোক্তা

পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের উদ্যোক্তা রায়য়ান কবির। তিনি ১৫ লাখ শেয়ার কিনবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এর মধ্যে তনি ১৪ লাখ ৯৯ হাজার ৯৯০টি শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেট থেকে তিনি উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেছেন।

এর আগে, গত ২৮ আগস্ট উল্লেখিত পরিমাণ ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের এ উদ্যোক্তা।