কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রকৌশল শাখার প্ল্যাম্বার জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার গাবতলি নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বিষয়টি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাবতলির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করার অভিযোগ ছিল এবং তিনি একটি মামলার ৮৪ নম্বর আসামি ছিলেন।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, “শনিবার তাকে বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, “তিনি একটি মামলার ৮৪ নম্বর আসামি ছিলেন। গতকাল (২০ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
জসিম উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি ছিলেন।