ক্যাম্পাস

ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।

এদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ব্যাংক সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ: ব্যাংক গবর্ন্যান্সের প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

এতে বক্তব্য দেন, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এমএ বাকী খলিলি।

অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসাইন আহমেদ এনামুল হুদা, ব্যাংক এশিয়ার এমডি সোহাইল আরকে হোসেন, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাশরুর আরেফিন এবং পূবালী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ আলী প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “শিক্ষা ও গবেষণার উন্নয়নে আমরা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। শিক্ষা ও গবেষণাকে আমরা সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে হবে।”

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। এবারের সম্মেলনের প্রতিবাদ্য ছিল ‘টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক’।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ২৫০ জন গবেষক ১০৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।