সারা বাংলা

অনলাইন জুয়ার এজেন্ট যবিপ্রবির ছাত্র গ্রেপ্তার

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে গ্রেপ্তার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। পুলিশ জানায়, অন্তু অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন। 

রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার পর সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়। অন্তু ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আমতলী গ্রামের এনামুল হকের ছেলে। 

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে অভিযান চালায়। এ সময় অন্তুসহ ৩-৪ জন ডিভাইসের মাধ্যমে অনলাইন জুয়ায় লিপ্ত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অন্তুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইলের বিভিন্ন লেনদেন ও ট্রানজেকশন বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। 

ওসি জানান, অন্তু অবৈধ এজেন্ট হিসেবে জুয়া পরিচালনা করতেন এবং ‘আরমান খান’ নামে ফেসবুক আইডি থেকে জুয়ার বিজ্ঞাপন দিতেন।

ডিবি পুলিশের এএসআই আজহারুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় অন্তু এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) অন্তুকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিবু মণ্ডল বলেন, ‘‘অন্তুর সঙ্গে থাকা অন্যরাও জুয়ার সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে তাদের নাম ও ঠিকানা শনাক্ত করার কাজ চলছে।’’ 

যবিপ্রবির একটি সূত্র জানায়, আশিকুল হক অন্তু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানার অনুসারী ছিলেন। তাকে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহিদ মশিউর রহমান হল থেকে বহিষ্কার করা হয়।