খুলনা মহানগরীর খালিশপুর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় খালিশপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে; অপরটিতে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই শতাধিক লোককে আসামি করা হয়েছে।
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী মামলা দায়েরের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘বাস্তুহারা কলোনিতে সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং পুলিশের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে।’’
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে মুজগুন্নি বাস্তুহারা কলোনির বয়রা হাউজিং এস্টেট, সি ব্লক (বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনি) উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও কলোনির বাসিন্দাদের মধ্যে সংর্ঘষ হয়। ওই সংর্ঘষের ঘটনায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
বিক্ষুব্ধরা সেখানে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। পুলিশের লাঠিচার্জ এবং স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে টিয়ারসেল নিক্ষেপ করে।
এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার ভাঙচুর ও চালকের উপর হামলা চালানো হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।