সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে ডেইলি মেইল জানিয়েছে।
রাজকীয় আদালত এক বিবৃতিতে বলেছে, “গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারালো, যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রয়াত গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন।”
আজ আছরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।এছাড়া বাদশাহ সালমানের নির্দেশে মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ আদায় করা হবে।
শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ দেশটির সর্বোচ্চ ধর্মীয় পদে আসীন ছিলেন। তিনি শরিয়া আইন ব্যাখ্যা করতেন এবং আইনি ও সামাজিক বিষয়ে ফতোয়া জারি করতেন।
১৯৯৯ সালে শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি তিনি দেশটির সিরিয়র স্কলারস কাউন্সিলের প্রধান ছিলেন।