জাতীয়

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

রাজধানীর মহাখালী পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, মহাখালী এলাকা থেকে ৭ জনকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

জানা যায়, মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সাথে জড়িত ৭ জনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে।