খেলাধুলা

বাঁচা-মরার ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন। শ্রীলঙ্কা দলে আজ দুটি পরিবর্তন এসেছে। দুনিথ ভেল্লালাগে ও মিশরার জায়গায় এসেছেন করুণারত্নে ও মহেশ থিকশানা। পাকিস্তান অবশ্য অপরিবর্তিন একাদশ নিয়ে মাঠে নেমেছে।

সুপার ফোরে উভয় দলই তাদের প্রথম ম্যাচে হার মেনেছে। শ্রীলঙ্কা হেরেছে বাংলাদেশের কাছে। আর পাকিস্তান হেরেছে ভারতের কাছে। তাই এই ম্যাচটি উভয় দলের জন্য বাঁচা-মরার। এই ম্যাচে যারা জিতবে তারা টিকে থাকবে ফাইনালের রেসে। আর যারা হারবে তাদের বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।

 শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুশমন্ত চামিরা ও নুয়ান তুষারা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি ও হারিস রউফ ও আবরার আহমেদ।