সারা বাংলা

বাগেরহাটের দুদক কর্মকর্তা আবুল হাশেম স্ট্যান্ড রিলিজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করে কমিশনের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, ‘‘বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবুল হাশেম বিরুদ্ধে অর্থ দাবির লিখিত অভিযোগ দাখিল করেন একজন ভুক্তভোগী। অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় ২৩ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।’’

আবুল হাশেমের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান আকতারুল ইসলাম।