সারা বাংলা

মানিকগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার গাড়াদিয়া এলাকার শাহীন ইটভাটার সামনে থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন- সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার আব্দুল আলীর ছেলে মো. রবিউল হাসান (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. হাবিবুর (২১) এবং একই উপজেলার বায়রা এলাকার ফারুক হোসেনের ছেলে নাঈমুর হোসেন শাওন (২৭)।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা ১৫ মিনিটে গাড়াদিয়া এলাকার শাহীন ইটভাটার সামনে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করা হয়। এ সময় রবিউলের কাছ থেকে ১৫ পিস, হাবিবুরের কাছ থেকে ১০ পিস এবং নাঈমুরের কাছ থেকে ৫ পিস ইয়াবা জব্দ হয়।

ডিবি মানিকগঞ্জের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সিংগাইর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”