বিনোদন

তৃতীয় সন্তানের মা হলেন রিয়ান্না

তৃতীয় সন্তানের মা হলেন ক্যারিবিয়ান পপতারকা রিয়ান্না। গত ১৩ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই গায়িকা। রিয়ান্না তার তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স। সিএনএন এ খবর প্রকাশ করেছে। 

দীর্ঘ দিনের বন্ধু এসাপ রকির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনপ্রিয় পপতারকা রিয়ান্না। ২০২২ সালে একটি পুত্রসন্তান জন্ম দেন এই গায়িকা। এ জুটির এটি প্রথম সন্তান। ২০২৩ সালে তাদের পরিবারে যুক্ত হয় কন্যাসন্তান।  

তৃতীয় সন্তানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রিয়ান্না। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন—“রাজকুমারী এই পৃথিবীতে তোমাকে স্বাগতম।” 

২০২০ সালে ব্রিটিশ ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ান্না বলেছিলেন, “আগামী ১০ বছরের পরিকল্পনার মধ্যে সন্তান রয়েছে। আমার সন্তান থাকবে তিন বা চারজন।” 

রিয়ান্নার কোলে রকি আইরিশ মেয়ার্স

খানিকটা ব্যাখ্যা করে রিয়ান্না বলেছিলেন, “শুধু একটা জিনিসই গুরুত্বপূর্ণ, সেটা হলো সুখ। পিতা-মাতা ও সন্তানের মধ্যে সত্যিকারের সুস্থ সম্পর্ক বলতে সেটাই বোঝায়। ভালোবাসা ছাড়া একজন শিশুকে প্রকৃতভাবে বড় করে তোলা সম্ভব নয়।” 

এক দশক ধরে রিয়ান্না ও এসাপ রকির বন্ধুত্ব। ২০২০ সালে তাদের একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিয়ান্নার দেশ বারবাডোসে ছুটি কাটাতে দেখা যায় এই জুটিকে। ২০২১ সালে সম্পর্কের বিষয়টি স্বীকার করেন রিয়ান্না। ২০২২ সালের মে মাসে প্রথম সন্তানের বাবা-মা হন এসাপ ও রিয়ান্না।