পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের বন্ড ইস্যুর আবেদন অনুমোদনে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এনসিসি ব্যাংকের এই বন্ডের নামকরণ করা হয়েছে ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড-২’। এটি হবে নন-কনভার্টেবল (ইকুইটিতে রূপান্তরযোগ্য নয়) এবং সাবঅর্ডিনেটেড (অগ্রাধিকারপ্রাপ্ত নয় এমন ঋণপত্র) ধরনের বন্ড।
ব্যাংকটি এই বন্ডের মাধ্যমে মোট ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে, যা প্রাইভেট প্লেসমেন্ট অর্থাৎ নির্দিষ্ট কিছু যোগ্য বিনিয়োগকারীর কাছে সীমিতভাবে ইস্যু করা হবে।