বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘‘যাদের জনসমর্থন নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। বাংলাদেশে কোনোদিন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না।’’
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কেরাণীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে। কিন্তু, দেশের মানুষ এখনো তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার হবে।’’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ সেলিম, কেরাণীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন প্রমুখ।