অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান বাধা কিছু রাজনৈতিক দল, যারা জনগণকে বিভ্রান্ত করতে নতুন নতুন সবক দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শামসুদ্দিন কমর উদ্দিন কলেজ মাঠে অনুষ্ঠিত শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুলু বলেন, “সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। কিছু দল জনগণের ওপর এই পদ্ধতি চাপিয়ে দিতে চাইছে। এই পদ্ধতি চালু হলে ভোটাররা লালমনিরহাটে ভোট দিয়ে গাজীপুরের এমপি পাবেন। এতে জনগণের কাছে এমপিদের কোনো দায়বদ্ধতা থাকবে না। জনগণের মতামতের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া এমন কোনো পদ্ধতি বিএনপি মেনে নেবে না।”
দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে দুলু বলেন, “যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। যে কারণে বিগত সময়ে বড় পরিসরে খেলাধুলার আয়োজন হয়নি। এর ফলে বাংলার মানুষ সুস্থ বিনোদন থেকে বঞ্চিত হয়েছে।”
জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দলটির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক এবং সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।