গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা মোড় থেকে নতুন বাজার সড়কের ভূঁইয়া মার্কেট এলাকার সড়কজুড়ে জমে আছে সেপটিক ট্যাংকের ময়লা পানি। স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশেই রয়েছে শরিফ ভূঁইয়া নামে এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংক। সেখান থেকে পানি সড়কে আসছে। যে কারণে দুর্গন্ধে এই সড়কে যাতায়াত করতে ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে।
এলাকাবাসী জানান, শরিফ ভূঁইয়ার সেপটিক ট্যাংকটি সড়কের পাশেই নির্মাণ করা হয়েছে। সেখান থেকে বের হওয়া নোংড়া পানি প্রায় ৩০০ গজ পর্যন্ত সড়কজুড়ে ছড়িয়ে পড়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। অনেকেই বাধ্য হয়ে রিকশায় কিংবা গামবুট পরে যাতায়াত করছেন। এরই মধ্যে অনেকের শরীরে চর্মরোগ দেখা দিয়েছে। এ বিষয়টি পৌরসভাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, “দোকানের সামনে সেপটিক ট্যাংকের পানি জমে থাকায় ক্রেতারা আসতেই চায় না। ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গেছে।”
শফিকুল ইসলাম নামে অপ বাসিন্দা বলেন, “সবচেয়ে কষ্টে আছে স্কুলগামী শিশুরা। প্রতিদিন দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়ে স্কুলে যেতে হচ্ছে তাদের।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফ ভূঁইয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
শ্রীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, “আমরা বিষয়টি জেনেছি। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”